Freelance Jobs

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

?? প্রশ্ন ??

আকাশ কেন নীল?
গাছের পাতা সবুজ কেন?

 স্বচ্ছ কেন ঝিল?
বাতাস কেন বয়?

উঁচু উঁচু পাহাড় কেন ঠাঁয় দাঁড়িয়ে রয়?
কুসুম কেন ফোটে?

নদী কেন তুমুল বেগে সাগর পানে ছুটে?
গুহা কেন ফাঁপা?

আকাশটাকে ফিতা দিয়ে যায় না কেন মাপা?
তারা কি যায় গোনা?
পানির যদি স্বাদ না থাকে,

 সাগর কেন লোনা?
অাঁধার কেন কালো?
হুড়মুড়িয়ে পালায় কোথায়,

 প্রদীপ যখন জ্বালো?
আগুন কেন পোড়ায়?

মরুর দেশেও বরফ কেন জমে পাহাড় চূড়ায়?
মেঘেরা ক্যান উড়ে?

বর্ষাকালে আকাশ ভেঙে বৃষ্টি কেন পড়ে?
মাথা কি তবে ফাঁকা?

বুদ্ধিগুলো মাইক্রোস্কোপে যায় না কেন দেখা?
গরজে কেন নাক?

দাদীর মাথা ঝাঁকড়া চুলো,
দাদার কেন টাক?

জবাব পাবো কই?

সবাই বলে জানতে হলে পড়তে হবে বই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন